নকশালবাড়ী আন্দোলনের প্রভাব এবং বামপন্থীদের সঙ্কট
হায়দার আকবর খান রনো
ঊনসত্তরের গণঅভ্যুত্থান হাজার হাজার বাম কমিউনিস্ট কর্মী সৃষ্টি করেছিল, যারা বিপ্লবী প্রত্যয় নিয়ে শ্রমিক–কৃষক আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। আওয়ামী লীগের তরুণ অংশ অর্থাৎ ছাত্রলীগের বড় অংশের মধ্যে জাতীয়তাবাদী চেতনা দৃঢ়তর হয়েছিল। বহুধাবিভক্ত কমিউনিস্টদের সকল অংশই তখন বিপ্লবের স্বপ্ন দেখতেন। বামপন্থী ছাত্রদের মধ্যেও বিপ্লব টকবগ করছিল। বাম রাজনৈতিক কর্মীদের মধ্যে উচ্চতর সাংস্কৃতিক চেতনার বিকাশ ঘটেছিল।
এই বাম কর্মীরা নকশালবাড়ীর ঘটনার দ্বারা আকৃষ্ট হয়েছিলেন। বিশেষ করে চীনের কমিউনিস্ট পার্টি যখন চারু মজুমদার ও নকশালবাড়ী আন্দোলনকে সমর্থন দিয়েছিল, তখন তার প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল। তবে ’৬৯–এর গণঅভ্যুত্থানের আগে নকশাল আন্দোলন সম্পর্কে কৌতূহল থাকলেও তা আমাদের দেশে প্রয়োগের জায়গায় যায়নি। ’৬৯–এর শেষ ও ’৭০ সালেই নকশাল আন্দোলন চীনপন্থী দলগুলোকে প্রবলভাবে প্রভাবিত করলো। নকশাল আন্দোলনের বৈশিষ্টসমূহ ইতোপূর্বে উল্লেখ করা হয়েছে। তবু এখানে প্রাসঙ্গিকক্রমে সামান্য পুনরাবৃত্তি করতে হচ্ছে। বিস্তারিত »